ওমিক্রণ রোধে জবির ক্লাস কার্যক্রম চলবে অনলাইন ভিত্তিক: জবি উপাচার্য

অশ্রু মল্লিক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) :
করোনার নতুন ধরণ ওমিক্রণ রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস- পরীক্ষার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইনে অনুষ্ঠিত হবে ক্লাস কার্যক্রম।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ ইমদাদুল হক বলেন- ইতোমধ্যে আমাদের অনেক বিভাগের শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা করোনায় আক্রান্ত হয়েছে। এমতাবস্তায় বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস ও চলমান পরীক্ষা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনার প্রকোপ কমলে আমরা আবার সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করব।
সেমিস্টারের চলমান পরীক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন- যেসব বিভাগে পরীক্ষা চলমান রয়েছে সেসব বিভাগের অনুষদের ডিন ও চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আলোচনা করে আমরা পরবর্তীতে জানাতে পারবো ।
অন্যদিকে যেসব বিভাগের সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ভাইবা বাকি আছে সেসব ডিপার্টমেন্টে ভাইবা অনলাইনে দিতে পারবে যদি তাদের নিজস্ব ডিপার্টমেন্টের চেয়ারম্যান একমত পোষণ করে।
উল্লেখ্য, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের দাপ্তরিক কাজের জন্য অফিস খোলা থাকবে ও ভর্তি কার্যক্রম চলবে।