বশেমুরবিপ্রবিতে গবেষণাপত্র লেখার কৌশল নিয়ে সেমিনার

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন   |   সারাদেশ



গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) "রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটির" উদ্যোগে "গবেষণার পদ্ধতি এবং গবেষণা পত্র লেখার কৌশল" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক মো. রাজিব হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিউর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

এ সময় তারা শিক্ষার্থীদের মধ্যে গবেষণার ধারণা, প্রক্রিয়া ও গবেষণা পত্র লেখা ও প্রকাশ সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন।