রূপসায় প্রতিবন্ধী, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে সালাম মূর্শেদী সেবা সংঘের শীতবস্ত্র বিতরণ

মোঃ মোশারেফ হোসেন (রুপসা) :
রূপসায় সালাম মূর্শেদী সেবা সংঘের আয়োজনে প্রতিবন্ধী, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে গত ০৮ ডিসেম্বর বেলা ২টায় দেবীপুর আলো ফুটবেই মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনভয় গ্রুপের পরিচালক ও সালাম মূর্শেদী সেবা সংঘের চেয়ারম্যান সারমিন সালাম।
নৈহাটী ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ড সদস্য এসএম আলমগীর হোসেন শ্রাবনের সভাপতিত্বে ও জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার রবিউল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম (মিঃ বাংলাদেশ), রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম আ. সালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা মহিলা যুব মহিলা আওয়ামী লীগের নেত্রী রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন, সাবিনা বেগম, আজিজা সুলতানা, এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের সদস্য রবিউল ইসলাম লিটু, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুয়ারা সুমি, সাধারণ সম্পাদক তাহিরা নয়ন, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, যুবলীগ নেতা আশিষ রায়, বাদশা মিয়া, শামছুল আলম বাবু, হারুনার রশিদ, মারুফ খান, মহিউদ্দীন মানিক, সাইফুল ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনি বাবু, খায়রুল ইসলাম সজল, আশিক ইকবাল,জ্যাকি ইসলাম সজল, অনুশীলণ মজার স্কুলের পরিচালক অলোক চন্দ্র দাস, নব নির্বাচিত ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, মোঃ সপ্না রানী পাল, মাছুম শেখ, রেশমা বেগম, লিপিকা রাণী দাস প্রমূখ।
অপরদিকে প্রধান অতিথি সারমিন সালাম বেলা ৪টায় উপজেলার খাজাডাঙ্গা গুলবাগ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৪নং টিএবি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ। পরিচালনা করেন উপজেলা যুব লীগের সদস্য মোঃ রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির হাফেজ আবুল কালাম, শফিকুর রহমান ইমন, নব নির্বাচিত মহিলা মেম্বর হোসনেয়ারা পারভিন হেনা, দাউদ শেখ, আছমা বেগম, আজিজুল মোড়ল, জেসমিন বেগম প্রমূখ।