বেলকুচিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে।

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩১ অপরাহ্ন   |   সারাদেশ



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সালদাইর গ্রামে ৮ম শ্রেণীর এক  ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিয়ে বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। 
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সালদাইর গ্রামে বরের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে টাংগাইল সদর উপজেলার কাকুয়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে সালদাইর গ্রামের তাঁত শ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা হয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতাকে ১০ হাজার ও বরের পিতাকে ৮ হাজার টাকা জরিমানা করেন। কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইন চার্জ গোলাম মোস্তফা ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।