সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক: সিএনএন প্রধানের পদত্যাগ

পদত্যাগ করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার। এক নারী সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে তাকে পদত্যাগ করতে হয়েছে।
বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন জেফ জাকার। ৫৬ বছর বয়সী জাকার সহকর্মীদের কাছে বলেছেন, সম্পর্কের বিষয়টি খোলাসা না করা তার ভুল ছিল।
সিএনএনের বহিষ্কৃত নারী উপস্থাপক ক্রিস কুমোর আচরণের তদন্তের সময় জাকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ধরা পড়ে।
তবে উপস্থাপিকা ক্রিস কুমোর সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও পরিষ্কার বক্তব্য দেননি জাকার।
জাকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিডিয়া এক্সিকিউটিভদের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হয়। সূত্র: বিবিসি